Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

 

 

এক নজরে

জেলা সমাজসেবা কার্যালয় 

ময়মনসিংহ

 

 

 

আর কে মিশন রোড, ময়মনসিংহ

ওয়েবসাইট : http://dss.mymensingh.gov.bd/


ই-মেইল :  dd.mymensingh@dss.gov.bd


ফোন :  ০২৩৩৪৪২৯২৮৯

 

 

 

 ‘‘ উন্নয়ন অভিযাত্রায় সমাজসেবা ’’

 

সমাজসেবা অধিদফতর দেশের সামাজিক সমস্যাগ্রস্ত, অনগ্রসর, অসহায়, দুঃস্থ, প্রবীণ, প্রতিবন্ধী, প্রান্তিক জনগোষ্ঠী, সুবিধাবঞ্চিত এবং আইনের সঙ্গে সংঘাতে জড়িত ও আইনের সংস্পর্শে আসা শিশুদের অধিকার সুরক্ষা, উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকল্পে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। ১৯৫৫ সনে শহর সমাজসেবা কার্যক্রম গ্রহণের মাধ্যমে সমাজসেবামূলক কর্মকাণ্ডের সূত্রপাত হলেও বর্তমানে অর্ধশতাধিক বহুমুখী কর্মসূচি-প্রকল্পসহ সামাজিক নিরাপত্তাবেষ্টনী কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সমাজসেবা অধিদফতর দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অধিকার ও ক্ষমতায়ন দৃষ্টিভঙ্গি (Right Based and Empowerment Approach) নিয়ে নতুন নতুন কার্যক্রম গ্রহণ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসারে এসডিজি’র লক্ষ্য অর্জনে সদাতৎপর সমাজসেবা অধিদফতর। এলক্ষ্যে সমাজসেবা অধিদফতরের রূপকল্প, অভিলক্ষ্য, কৌশলগত উদ্দেশ্য ও কার্যাবলি সুবিন্যস্ত করা হয়েছে। নতুন নতুন উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে সেবাকে ডিজিটাইজেশন করা হচ্ছে। ফলে সেবা পৌঁছে যাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায়।

 

ভিশন :

 

সমন্বিত ও টেকসই উন্নয়ন।


মিশন :


উপযুক্ত ও আয়ত্তাধীন সম্পদের সর্বোত্তম ব্যবহার করে অংশীদারগণের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে সুসংহত ও বিকাশমান সামাজিক সেবা প্রদানের মাধ্যমে বাংলাদেশের জনগণের জীবনমানের সমন্বিত সামাজিক উন্নয়ন সাধন।


ময়মনসিংহ জেলায় সমাজসেবা অধিদফতর কর্তৃক গৃহীত উদ্যোগসমূহের সারসংক্ষেপ নিচে প্রদত্ত হলো :

 

(১) সামাজিক নিরাপত্তা : ( জুলাই ২০২৪ পর্যন্ত)

 

ক্রম

কর্মসূচির নাম

উপকারভোগীর সংখ্যা (জন)

 বাৎসরিক বরাদ্দকৃত  টাকা 

ভাতা/উপবৃত্তির পরিমাণ

1

বয়স্কভাতা

২৪৮৩৪০

১৭৫ কোটি ৫৬ লক্ষ ৪৮ হাজার

মাসিক  ৬০০/-

2

বিধবা ও স্বামী নিগৃহীতা 

মহিলা ভাতা

১০৬৫২৬

৭0 কোটি ৩0 লক্ষ ৭১ হাজার ৬০০

মাসিক  ৫৫০/-

3

অসচ্ছল প্রতিবন্ধীভাতা

118807

121 কোটি 18 লক্ষ 31 হাজার ৪০০

মাসিক  ৮৫০/-

4

হিজড়া জনগোষ্ঠীর বিশেষ ভাতা

37

২ লক্ষ 6৬ হাজার 400


মাসিক  6০০/-

5

বেদে জনগোষ্ঠীর বয়স্ক ভাতা

229

১৩ লক্ষ ৭৪ হাজার


মাসিক  ৫০০/-

6

অনগ্রসর জনগোষ্ঠীর বয়স্ক ভাতা

736

44 লক্ষ 16 হাজার


মাসিক  ৫০০/-


7


প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি


3921


4 কোটি 33 লক্ষ 9 হাজার 200

১. প্রাথমিক স্তর : মাসিক 9০০/-

২. মাধ্যমিক স্তর : মাসিক 95০/-

৩. উচ্চ মাধ্যমিক স্তর : মাসিক 95০/-

৪. উচ্চতর স্তর : মাসিক ১3০০/-

8

হিজড়া জনগোষ্ঠীর শিক্ষা উপবৃত্তি

6

51 হাজার 600


১. প্রাথমিক স্তর : মাসিক 7০০/-

২. মাধ্যমিক স্তর : মাসিক 80০/-

৩. উচ্চ মাধ্যমিক স্তর : মাসিক 100০/-

৪. উচ্চতর স্তর : মাসিক 1200/-

9

বেদে জনগোষ্ঠীর শিক্ষা উপবৃত্তি

89

6 লক্ষ 90 হাজার


10

অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষা উপবৃত্তি

536

51 লক্ষ 18 হাজার

১১

ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া রোগীদের  এককালীন আর্থিক সহায়তা


4609 জন


23 কোটি 4 লক্ষ 50 হাজার


জনপ্রতি 5০ হাজার টাকা



সর্বমোট-

4,83,836 জন

395 কোটি 63 লক্ষ 24 হাজার 6 শত


­


# ভাতা প্রদানের প্রক্রিয়া :  

 জি টু পি বাস্তবায়নের পযায়ক্রমিক ধাপসমূহ : অনলাইন/অফলাইন আবেদন > ইউনিয়ন পরিষদের সভায় প্রাথমিক চূড়ান্তকরণ> উপজেলা কমিটির সভায় চূড়ান্ত অনুমোদন> MIS এ ডাটা এন্ট্রি> ভ্যালিডেশন> নগদ হিসাব সম্পন্ন অত:পর পে রোল প্রদান।


(২) দারিদ্র বিমোচন কার্যক্রম : 

 

ক্রম

কর্মসূচির নাম

প্রাপ্ত বরাদ্দ

বিতরণ

উপকারভোগীর সংখ্যা

মোট আদায়

আদায়ের হার

1

সুদমুক্ত ক্ষুদ্রঋণ আরএসএস

172950157

172466157

265388

151149069

86%

2

পল্লী মাতৃকেন্দ্র

34448700

30954200

30000

20414992

70%

3

দগ্ধ ও প্রতিবন্ধী পুনর্বাসন কাযক্রম

24206421

24004298

4441

16344552

59%

4

আশ্রয়ণ প্রকল্প

550000

505000

80

443844

81%

                 সর্বমোট

232155278

227929655

299909

188352457

৮2%














 

(৩) শিশু অধিকার, প্রাতিষ্ঠানিক সুরক্ষা ও উন্নয়ন কার্যক্রম :  

ক্রম

প্রতিষ্ঠানের নাম

অনুমোদিত আসন সংখ্যা

বর্তমান নিবাসি

জনপ্রতি মাসিক বরাদ্দ

সরকারি আশ্রয় কেন্দ্র, ধলা, ত্রিশাল

৩০০

২92 জন

৪০০০

সরকারি শিশু পরিবার (বালক), শম্বুগঞ্জ

১৭৫

১১৫ জন

৪০০০

সরকারি শিশু পরিবার (বালিকা), আকুয়া চৌরঙ্গীর মোড়

১০০

92 জন

৪০০০

সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কাযক্রম

১০

১০

৪০০০

শান্তি নিবাস

২৫

নির্মাণ কাজ শেষ


ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচি

৩০০

নির্মাণ কাজ শেষ

৪০০০

ক্যাপিটেশন গ্র্যান্ট প্রাপ্ত বেসরকারি এতিমখানা

৭৫ টি প্রতিষ্ঠান

ক্যাপিটেশন গ্র্যান্ট প্রাপ্ত  শিশুর সংখ্যা - 2005

২০০০








(৪) প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সুরক্ষা ও উন্নয়ন কার্যক্রম :


ক্রম

কর্মসূচির নাম

প্রাপ্ত প্রতিবন্ধীর/

প্রতিষ্ঠান সংখ্যা

প্রদত্ত সুবিধা

আর্থিক পরিমাণ

প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপ

134562

সুবর্ণ কার্ড, ভাতা, ঋণ ও উপবৃত্তি প্রদান


নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট

193

এককালীন অনুদান

জনপ্রতি 10000 করে মোট 1930000 টাকা

প্রতিবন্ধী সেবা ও সাহায্যকেন্দ্র

৩টি

হুইল চেয়ার, সাদা ছরি, হেয়ারিং এইড বিতরণসহ বিভিন্ন প্রকার থেরাপী প্রদান


অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়

১৬টি প্রতিষ্ঠান

শিক্ষা, বিনোদন ও অন্যান্য








 

(৫) কল্যাণ ও সেবা :


ক্রম

সেবার বিবরণ

২০২-২৪ অর্থবছরে প্রাপ্ত বরাদ্দ

 

উপকারভোগীর সংখ্যা

 

হাসপাতাল সমাজসেবা , ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, ময়মনসিংহ

15612000


83525

ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আর্থিক সহায়তা

৪১,৮,০০০০

১৪০৪

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের সহায়তা

২২৪১০০০

৭০০

দুস্থ সহায়তা

11165000

5267

ভিক্ষুক পুনর্বাসন

৯৭৪০০০০

২৫৫






(৬) কমিউনিটি ক্ষমতায়ন কার্যক্রম :


ক্রম

সেবার বিবরণ

২০২-২৪ অর্থবছরে এ প্রাপ্ত বরাদ্দ

উপকারভোগীর সংখ্যা

স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন ও নিয়ন্ত্রণ

মোট নিবন্ধিত সংস্থা ২০91টি

39 লক্ষ 05 হাজার টাকা

115টি নিবন্ধিত সংস্থা

রোগী কল্যাণ সমিতি, হাসপাতাল সমাজসেবা কার্যালয়, মেডিকেল কলেজ হাসপাতাল

22 লক্ষ টাকা

1782 জন

অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতি

২ লক্ষ টাকা

50 জন

4

উপজেলা রোগী কল্যাণ সমিতি , উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৩টি

১৩ লক্ষ টাকা

2711 জন

শহর উন্নয়ন সমন্বয় পরিষদ

৩ লক্ষ টাকা










 

(৭) দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ : 

 

শহর সমাজসেবা কার্যালয়ের অধীন সমন্বয় পরিষদের উদ্যোগে ১.  কম্পিউটার অ্যপ্লিকেশন ২. পোশাক তৈরি ৩.  বিউটিফিকেশন ২০০৯ থেকে এযাবৎ ৬২২৬ জন সফল ভাবে প্রশিক্ষণ গ্রহণ করেছে।


(খ) প্রবেশন কার্যক্রম : লঘুদণ্ডপ্রাপ্ত প্রথম অপরাধী ও শিশুদের জন্য প্রবেশন অব অফেন্ডার্স অ্যাক্ট, ১৯৬০ এবং শিশু আইন, ২০১৩ অনুসারে প্রবেশন কার্যক্রম পরিচালিত হচ্ছে। শুরু থেকে এ পর্যন্ত 120 জনকে পুনর্বাসন করা হয়েছে।


(৮) ই-সার্ভিস ও তথ্য প্রযুক্তি কার্যক্রম :

 

(ক) ডি-নথি : পেপারলেস অফিস হিসেবে জেলা সমাজসেবা কার্যালয়, ময়মনসিংহ কাজ করছে। সকল চিঠিপত্র ডি-নথিতে নোট উত্থাপনসহ পত্র জারি করা হচ্ছে।



(ঘ) ওয়েবসাইট : http://dss.mymensingh.gov.bd/  নামে সরকারি ওয়েবসাইটটি নিয়মিত হালনাগাদ করা হচ্ছে।



 

(৯) চলমান উন্নয়ন প্রকল্প :

 


(ক) ২৫ শয্যা বিশিষ্ট শান্তিনিবাস স্থাপন প্রকল্প : সরকারি শিশু পরিবার (বালক),  ময়মনসিংহ  ২৫ শয্যা বিশিষ্ট শান্তিনিবাস স্থাপন প্রকল্পের নির্মাণ কাজ চলমান রয়েছে। মোট প্রাক্কলিত মূল্য  6.00 কোটি 95.00 লক্ষ টাকা।


(খ) ভিক্ষুকদের জন্য শেড নির্মাণ প্রকল্প : ঢাকার ভিআইপি এরিয়াতে ভিক্ষাবৃত্তি পেশায় নিয়োজিত ভিক্ষুকদের  পুনর্বাসনের লক্ষ্যে  সরকারি আশ্রয়কেন্দ্র, ধলা, ত্রিশাল, ময়মনসিংহ সর্বমোট ৩০০ আসনের ৬টি শেড নির্মাণ প্রকল্পের কাজ নির্মাণ কাজ চলমান রয়েছে। মোট প্রাক্কলিত মূল্য 5.00 কোটি 22.00 লক্ষ টাকা।


(১০) সমাপ্ত প্রকল্পসমূহ :


(ক) ট্রাইবাল ওয়েল ফেয়ার এসাসিয়েশন ভবন  নির্মাণ প্রকল্প : ট্রাইবাল ওয়েল ফেয়ার এসাসিয়েশন, বলাশপুর, ময়মনসিংহ এর নির্মান কাজ সমাপ্ত হয়েছে। মোট প্রাক্কলিত মূল্য ৮.00 কোটি টাকা।


(খ) সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রমের হোস্টেল নির্মাণ প্রকল্প : ময়মনসিংহ শহরের শেহড়া ডিবি রোডে অবস্থিত সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রমের হোস্টেল এর নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে। মোট প্রাক্কলিত মূল্য 1.00 কোটি 70.00 লক্ষ টাকা।

 

(গ) জেলা সমাজসেবা কমপ্লেক্স নির্মাণ প্রকল্প : রামকৃষ্ণ মিশন রোড, ময়মনসিংহে জেলা সমাজসেবা কমপ্লেক্স এর নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে। মোট প্রাক্কলিত মূল্য 13.00 কোটি টাকা।



 

 

(১১) সমাজসেবা অধিদপ্তরের আওতায় বিভিন্ন কর্মসূচি সংশ্লিষ্ট আইন ও বিধি :


. বিধবা সদন আইন ১৯৪৪;

খ. প্রবেশন অব অফেন্ডার্স অর্ডিনেন্স, ১৯৬০;

গ. কারাগারে আটক সাজাপ্রাপ্ত নারীদের বিশেষ সুবিধা আইন ২০০৬;

. ভবঘুরে ও নিরাশ্রয় ব্যক্তি (পুনর্বাসন) আইন ২০১১;

. শিশু আইন ২০১৩;

চ. প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ ও বিধিমালা ২০১৫;

ছ. পিতা মাতার ভরণ পোষণ আইন ২০১৩।


(১2) জনবলের তথ্য : 

ক্রমিক নং

শ্রেণি

মঞ্জুরিকৃত পদ সংখ্যা

কর্মরত পদ সংখ্যা

শূণ্য পদ সংখ্যা

মন্তব্য

1

১ম শ্রেণি

24

22

02


2

২য় শ্রেণি

15

02

13


3

৩য় শ্রেণি

162

127

35


4

৪র্থ শ্রেণি

89

67

22


                   সর্বমোট-

290

218

72